কবর।।

লিখেছেন লিখেছেন মোঃ মোরশেদুল আলম আরিফ ২০ আগস্ট, ২০১৫, ০৭:২২:৫৮ সন্ধ্যা

কবর মানে এক পাশে কাত হয়ে থাকা আমার মুখ

ওপরে বেশ কয়েকটা বাঁশ এর আড়াল

কলা পাতায় ছেয়ে থাকা

তার মধ্যেই আমি

একটাই কবর মনে আছে শুধুই এরকম

অনেক গুলো মাটির আস্তরন দেওয়া

ভেতরে আমার নিঃশ্বাস নাই

আলো নাই

নড়া চড়া নাই

ভেতরে তখন আমিও নাই

শুধুই আমার শরীর টা আছে

কিছুদিন পর কঙ্কাল

আমি তখন কোথায়?

ওখানেই?

যেখানে বৃষ্টি আমাকে এক টুকরো হীরে দিয়েছিল?

সব হারিয়ে গেছে আমার

এখন আমি অসামাজিক

গর্ত খোঁজা বুড়ো সাপের মতো

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337175
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
নাবিক লিখেছেন : ভালো লাগলো
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:০১
313361
মোঃ মোরশেদুল আলম আরিফ লিখেছেন : ধন্যবাদ
337177
২০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:০১
313362
মোঃ মোরশেদুল আলম আরিফ লিখেছেন : ধন্যবাদ
337237
২১ আগস্ট ২০১৫ রাত ০৩:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্যিই ভালো লাগলো! কথা গুলো পড়ে মনে কি এক অনুভূতির সৃষ্টি হলো!!! মনে হলো কবরে আমি....!
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:০২
313363
মোঃ মোরশেদুল আলম আরিফ লিখেছেন : শোনে খুশি হলাম। ধন্যবাদ
378076
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০২:০৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File